সৌমিত্র বিশ্বাসের বহুল আলোচিত তন্ত্র আশ্রিত থ্রিলার উপন্যাস 'হেরুক এবং' যা উনিশকুড়ি ম্যাগাজিনে ২০০৯ সালে 'হেরুক' নামে প্রথম প্রকাশিত হয়। বর্তমান বইটিতে তা পরিমার্জিত ও পরিববর্ধিত রুপে প্রকাশিত হল 'হেরুক এবং' নামে।
মা-বাবা, আত্মীয়স্বজনের সঙ্গে কালিম্পঙের বাড়িতে গিয়েছিল রিয়া। বাড়িটা কিনেছিলেন ওর প্রমাতামহ গৌরীকান্ত রায়। যেদিন পৌঁছোয়, সেইদিনই সন্ধেবেলা, বাড়িটার যিনি কেয়ারটেকার, সেই সঞ্জয়বাবু হঠাৎ রিয়াকে অশ্লীল ইঙ্গিত করেছিলেন। কেন?
এদিকে নানা রহস্যে ভরপুর সেই বাড়ি থেকে পূষণ একটা অদ্ভুতদর্শন মূর্তি আর গৌরীকান্ত রায়ের ডায়েরি উদ্ধার করে। ডায়েরির পাতায় পাতায় এমন সব কথা লেখা আছে যা পড়লে গৌরীকান্ত রায়ের সম্বন্ধে বিরূপ ধারণা জন্মায়। অদ্ভুতভাবে ওই ডায়েরি পাবার দু-দিনের মধ্যেই এক রাত্তিরে নিখোঁজ হয়ে যায় রিয়া। তার নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে কে বা কারা আছে? রিয়াকে কি কিডন্যাপ করা হয়েছে নাকি স্বেচ্ছায় আত্মগোপন করেছে? তার শেষ অবধি কী পরিণতি হল? পুলিশকে সঙ্গে নিলেও রিয়ার অন্তর্ধান রহস্য ভেদ হল সম্পূর্ণ অদ্ভুত এক পদ্ধতিতে। সেই পদ্ধতির প্রয়োগের মধ্যে দিয়ে উঠে এসেছে বৌদ্ধধর্ম, তার নানা ভাগ, নানা মত নানা প্রকরণ।
বৌদ্ধ তন্ত্র এবং তার সাংকেতিক ভাষা নিয়ে উপন্যাস বাংলা সাহিত্যে এই প্রথম। আজকাল বাংলা ভাষায় তন্ত্র আশ্রিত উপন্যাসের যে এত প্রাদুর্ভাব, সন্দেহ নেই যে তাদের পূর্বসূরী হেরুক। বিভূতিভূষণ এবং তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অবদান মনে রেখেও একথা বলতে হচ্ছে।
HERUK EBONG || হেরুক এবং || SOUMITRA BISWAS
Book -
হেরুক এবং
Author - সৌমিত্র বিশ্বাস
Binding - Hardcover
Publishing Date - 2023
Publisher - BOOK FARM
প্ৰচ্ছদ ও অলংকরণ - অর্ক চক্রবর্তী
- গৌতম কর্মকার (রঙীন ও সাদাকালো ছবি)
Language - Bengali
-