স্বাধীনতার ৭৪ বছর অতিক্রান্ত হলেও দেশভাগ নিয়ে বিতর্কের শেষ নেই, বলা বাহুল্য দেশভাগ ও স্বাধীনতার সময়কাল একই বৃত্তে অবস্থিত। তাই দেশভাগকে কেন্দ্র করে নানা চিন্তা, নানা বিতর্ক মতের সম্মিলনযুক্ত গবেষণাও চলছে অবিরত। দেশভাগের পরিণতিতে যেমন ভারত ভেঙে দুটি রাষ্ট্রের জন্ম হয়েছে ঠিক একইসঙ্গে ভাগ হয়েছে বাংলা ও পাঞ্জাব। তবে পাঞ্জাব ভাগ হলেও এবং তুলনামূলকভাবে সেখানে দাঙ্গায় নিহতের সংখ্যা বেশী হলেও অবিভক্ত বাংলার সাম্রদায়িক ঘটনাপ্রবাহের প্রতিক্রিয়াতে যে বাংলাভাগ তথা ভারতভাগ ত্বরান্বিত হয়েছে তা অস্বীকার করা যায় না। এই সামাজিক পরিস্থিতির পর্যালোচনায় দুই বাংলার লেখকেরা কি বক্তব্য রেখেছেন বা এখনও রেখে চলেছেন তা নিয়েই এই সংকলন গ্রন্থের বিস্তার। মূলতঃ এই সংকলনের বিষয়মুখ হল এই প্রশ্নের উত্তর খোঁজা যে কেন দেশভাগ আর বাংলাই বা কেন দ্বিখণ্ডিত হল? একেবারে নির্মোহ দৃষ্টিভঙ্গি দিয়েই দুই বাংলার কণ্ঠস্বরকে এই গ্রন্থে সন্নিবেশিত করা হয়েছে।
DESHBHAG BITARKE DUI BANGLA : দেশভাগ বিতর্কে দুই বাংলা
Publisher list Khori Prakashani Languages Bengali Binding Hardbound Editorial Arjun Goswami Publishing Year 2022