এক আকাশ নক্ষত্রের নীচে দাঁড়িয়ে ছেলেটি, একাকী। মা-বাবাকে হারিয়ে ফেলেছে বহুদিন আগেই। দেশকে হারিয়ে হাজার হাজার মাইল দূরের এক অজানা রহস্যঘেরা দেশে তার বেড়ে ওঠা। নিঃসঙ্গ অথচ ঘটনাবহুল জীবনের মর্মরধ্বনি শুনতে শুনতে তার অন্থহীন পদচারণা। নিজের আত্মাকে খুঁজে চলেছে সে।
তখন তাঁর মাত্র সতেরো বছর বয়স। কিশোর রাস্কিন লিখে চলেছেন এমন একটি উপন্যাস যা প্রকাশের অল্পদিনের মধ্যেই তাঁকে পরিচিতি এনে দেবে বিশ্বের তামাম পাঠকদের মধ্যে। ১৯৫৬ সালে Coward-McCann প্রকাশ করবে নিছক এক কিশোরের লেখা অত্যাশ্চর্য কাহিনি। ঠিক পরের বছরেই তাঁর জন্য অপেক্ষা করবে John Llewellyn Rhys পুরস্কার। ধীরে ধীরে দেশহারা, পরিবার-পরিজনহারা এক কিশোর ছুঁয়ে ফেলবে জনপ্রিয়তার শিখর। ‘রাস্টি’ তখন আর শুধুমাত্র উপন্যাসের কোনো চরিত্রের নাম নয়, হয়ে উঠবে ভারতীয় ইংরেজি সাহিত্যের পাঠকদের সামনে এক আইকন।
এ এক বিদ্রোহের গল্প, একাকীত্বের বিরুদ্ধে বিদ্রোহ, নিঃসঙ্গতার বিরুদ্ধে বিদ্রোহ, শিকল বাঁধা ইচ্ছেগুলিকে মুক্ত করতে চেয়ে বিদ্রোহ, প্রবল প্রতিকূলতার মাঝে নিজের সত্তাকে বাঁচিয়ে রাখতে চেয়ে বিদ্রোহ। পিতৃ-মাতৃস্নেহ বঞ্চিত জীবনে অভিভাবকের মাত্রাছাড়া অনুশাসন, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে লড়াই, বিজাতীয় বন্ধুত্ব, অসমবয়সি প্রেম, বিচ্ছেদ, ক্রমাগত হারিয়ে ফেলার মধ্যে নিজেকে খুঁজে চলা— এই হল রাস্টির যাত্রাপথ।
বুক ফার্মের নতুন প্রয়াস রাসকিন বন্ডের জনপ্রিয়তম উপন্যাস, The Room on the Roof এর প্রথম অনুমোদিত বাংলা অনুবাদ, 'চিলেকোঠার ঘর'
CHILEKOTHAR GHAR || চিলেকোঠার ঘর || RUSKIN BOND
Book -
চিলেকোঠার ঘর
Author - Ruskin Bond
Binding - Hardcover
Publishing Date - 2021
Publisher - BOOK FARM
প্ৰচ্ছদ ও অলংকরণ - সপ্তদীপ দে সরকার, গৌতম কর্মকার
Language - Bengali
-