আজব-গবেষক বা উদ্ভট-আবিষ্কারক ভেলকুনমামা এবার তাঁর তিন অনুরাগী কিশোর— শতদল, পল্টু আর টিকলুর সামনে হাজির করছেন তাঁর নবতম আবিষ্কার— ‘ইকুয়াটোন’ যন্ত্র। এতে যে-কোনো লোকের কণ্ঠস্বর অদলবদল করে ইচ্ছেমতো অন্য কোনো লোকের গলার সমান করে শোনানো যায়। ইতিমধ্যে পল্টুর কাকা, প্রবাসী ইঞ্জিনিয়ার অনিমেষবাবু— নিজের পূর্বজন্মের সন্ধান পেয়েছেন, এক গ্রামীণ আশ্রমে তিনি নাকি সেবক ছিলেন। আবেগতাড়িত হয়ে তিনি সেই আশ্রমে বিপুল অর্থ দান করতে চান। অনিমেষ কি প্রতারিত হচ্ছেন কোনো চক্রের দ্বারা? নিজের বৈজ্ঞানিক প্রতিভা, উপস্থিত বুদ্ধি ও তীক্ষ্ম মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি মিলিয়ে এক রোমাঞ্চকর পদ্ধতিতে ভেলকুন খুঁজে বের করেন আসল সত্য। এক্ষেত্রে কাজে লাগে তাঁর আর-এক নতুন আবিষ্কার, পূর্বস্মৃতি-জাগরণের যন্ত্র— ‘মেমো-রিওয়াইন্ড’। এক জটিল প্রতারণা-চক্রের পান্ডার সঙ্গে রুদ্ধশ্বাস টক্করের শেষে যে অভাবনীয় পরিসমাপ্তি ঘটল এই সংকটের— তাতে সক্কলে অভিভূত। কী সেই ক্লাইম্যাক্স?
Bhelkunmama Returns
Writer - Sourav Mukhopadhyay
Boibondhu Publishers