ডিস্টোপিয়ান ফিকশন বা ফ্যান্টাসি সাহিত্যের এমন একটি ধারা যা পাঠকদের বিকল্প জগতে নিমজ্জিত করে, এই জগত প্রায়শই অন্ধকার এবং নিপীড়ক, যেখানে সামাজিক কাঠামো ভেঙে পড়েছে এবং মানবতা তার নিজের কর্মের পরিণতির মুখোমুখি হয়। ডিস্টোপিয়া বা ডিস্টোপিয়ান ফিকশন নিয়ে পড়াশোনা করতে করতে জানতে পারলাম নতুন একটি সাহিত্য ঘরানার ব্যাপারে। ইকোটোপিয়ান ফিকশন এমন একটি ঘরানা যেখানে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ অথবা ধ্বংসের উপর ভিত্তি করে লেখক একটি ইউটোপিয়ান অথবা ডিস্টোপিয়ান জগত সৃষ্টি করেন।
রৌরব, ছলনায়কদের উপকথা, ইতি গজ র পর রজত শুভ্র কর্মকারের কলমে আসতে চলেছে এক দূর্দান্ত ইকোটোপিয়ান ডিস্টোপিয়া "সাপ সিঁড়ি মোক্ষ"। প্রকাশক Smell of Books । কি বিষয়বস্তু এই ডিস্টোপিয়ার?? কবে আসতে চলেছে?? চোখ রাখুন আমাদের পেজে।
Commentaires