top of page
Writer's pictureSaayan Sarkar

বিভিন্ন স্বাদের দশটি ভয়ের গল্পের সংকলন নিশিগন্ধা। শুরু হল নিশিগন্ধার প্রী বুকিং।

Updated: Nov 27, 2023








ভয়ের অনুভূতি মানুষের মৌলিকতম অনুভূতি।বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভয় পাব কিসে, তা বদলে যায়। ভয়ের গল্পেরও তাই নানা বিস্তৃতি রয়েছে। অকাল্ট, সুপারন্যাচারাল, এনভায়রনমেন্টাল, গোর, গথিক এসব শাখাপ্রশাখায় ঘুরে ঘুরে মানুষকে সেই উদগ্র, আদিম অসহায় পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়াই ভয়ের গল্পের উদ্দেশ্য।

"নিহত হওয়ার আগে ও পরে", "বিসাশন" এবং "বৃশ্চিকচক্র" এর অভাবনীয় সাফল্য এবং পাঠকপ্রিয়তার পর সুলেখিকা পিয়া সরকার নিয়ে আসছেন এরকমই কিছু ভয়ের গল্প। পিয়ার লেখা বিভিন্ন স্বাদের দশটি ভয়ের গল্পের সংকলন নিশিগন্ধা। ভূত চতুর্দশী উপলক্ষে আজকের থেকে শুরু হল নিশিগন্ধার প্রী বুকিং। প্রি-বুকিংয়ে থাকছে লেখকের স্বাক্ষর। নীচে রইলো সমস্ত ডিটেইলস।

১.প্রত্যেকটা প্রি-বুক কপিতে থাকবে পিয়া সরকারের স্বাক্ষর।

২. প্রি-বুক কপিতে থাকছে আকর্ষণীয় ২৫% ছাড়। বইটির মুদ্রিত মূল্য ৩৯৯ টাকা। প্রি-বুক করলে পড়বে ২৯৯ টাকা। শিপিং চার্জ ৪৩টাকা।

৩. সঙ্গে থাকবে স্পেশাল একাধিক বুকমার্ক।

কিভাবে প্রিবুক করবেন?

সরাসরি প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে প্রি-বুক করতে পারেন। অথবা 9535399044 নম্বরে WhatsApp করে প্রি-বুক করতে পারেন।


নিশিগন্ধা লেখক: পিয়া সরকার প্রকাশক: স্মেল অব বুকস। প্রচ্ছদ : Rituparna Khatua





Comments


bottom of page