top of page
Writer's pictureSaayan Sarkar

পিয়া সরকারের লেখা বিভিন্ন স্বাদের দশটি ভয়ের গল্পের সংকলন নিশিগন্ধা

Updated: Nov 27, 2023


সাংবাদিকতার ইঁদুরদৌড়ে এক সাংবাদিকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল স্কুপ। কোন বিস্ফোরক খবরের স্কুপ যদি সবার আগে পাওয়া যায় তাহলেই জুটবে খ্যাতি,পয়সা এবং উন্নতি। জীবনযুদ্ধে হেরে যাওয়া এক সাংবাদিক যখন আত্মহত্যা করতে চাইছে ঠিক তার আগেই সে পেয়ে গেল তার জীবনের সেরা স্কুপ। এরপর সে কি করবে?? ৩০০ বছরের থেকেও বেশি পুরনো আমাদের শহর কলকাতা। উত্তর কলকাতার অলিতে গলিতে অথবা কানাগলীতে এরকম অনেক বাড়ি আছে যাদের ভেতরে বছর বছর ধরে কি চলছে তা আমাদের জানা নেই। সেরকমই এক বাড়িতে পয়সা বাঁচানোর জন্য যদি আপনি পেইং গেস্ট হয়ে ওঠেন তাহলে আপনার সাথে কি হতে পারে তা আন্দাজও করতে পারছেন না। ভয়,শব্দটার মধ্যেই লুকিয়ে আছে এক অমোঘ আকর্ষণ। তবে অতি ব্যবহারে তলোয়ারের তীক্ষ্ণ ফলাও ভোঁতা হয়ে যায়। সেরকমই বর্তমানে এত ভাবে আমাদের ভয় দেখাবার চেষ্টা করা হয় যে ভয়ের গল্প পড়তে বসলেই আমরা আগে থেকে সতর্ক থাকি কিংবা বুঝতে পেরে যাই আগামীতে কী হতে চলেছে। কিছু সাহিত্য বিশেষজ্ঞদের কাছে ভয়ের সাহিত্য কোন সাহিত্যকর্মই নয়।তারা হয়তো একেবারে সঠিক নন, কিন্তু একেবারে যে ভুল তাও নন। ভয়ের গল্পের নামে মাঝে মাঝেই এরকম সব সাহিত্যকর্ম আমাদের হাতে চলে আসে যাকে কাতুকুতু দিয়ে ভয় দেখানোো ছাড়া আর কিছুই বলা যায় না। তবে আমরা আশাবাদীদের দলে। তাই ভৌতিক বা ভয়ের বই করার আগে আমরা সতর্ক ছিলাম যাতে অবশেষে আমরা পাঠকদের কাছে তথাকথিত চর্বিতচর্বন পেশ না করি। "নিহত হওয়ার আগে ও পরে", "বিসাশন" এবং "বৃশ্চিকচক্র" এর অভাবনীয় সাফল্য এবং পাঠকপ্রিয়তার পর সুলেখিকা Piya Sarkar নিয়ে আসছেন এরকমই কিছু ভয়ের গল্প যা আপনাদের শুধু ভয়ই দেখাবে না, ভাবতেও বাধ্য করবে। পিয়ার লেখা বিভিন্ন স্বাদের দশটি ভয়ের গল্পের সংকলন নিশিগন্ধা। প্রি-বুকিংয়ে থাকছে লেখকের স্বাক্ষর। নীচে রইলো সমস্ত ডিটেইলস। ১.প্রত্যেকটা প্রি-বুক কপিতে থাকবে পিয়া সরকারের স্বাক্ষর। ২. প্রি-বুক কপিতে থাকছে আকর্ষণীয় ২৫% ছাড়। বইটির মুদ্রিত মূল্য ৩৯৯ টাকা। প্রি-বুক করলে পড়বে ২৯৯ টাকা। শিপিং চার্জ ৪৩টাকা। ৩. সঙ্গে থাকবে স্পেশাল একাধিক বুকমার্ক। কিভাবে প্রিবুক করবেন? সরাসরি প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে প্রি-বুক করতে পারেন। অথবা 9535399044 নম্বরে WhatsApp করে প্রি-বুক করতে পারেন। নিশিগন্ধা লেখক: পিয়া সরকার প্রকাশক: Smell of Books Publication Smell of Books প্রচ্ছদ : Rituparna Khatua



Comments


bottom of page