Author - দেবলীনা রায়চৌধুরী ব্যানার্জী
তথাকথিত ফিকশানের বাইরে এসে প্রকাশক হিসেবে কিছু বই করতে পেরে ভীষণ আনন্দ হয়।
দেবলীনা পেশায় ইংরেজির অধ্যাপক হলেও তাঁর ভালোবাসা তুলনামূলক পুরানসাহিত্য এবং চিহ্নতত্ত্ব।
প্রাচীন সভ্যতাগুলির বেশিরভাগই আজ ধূসর বিস্মৃতির চাদরে ঢাকা। যার মধ্যে কয়েকটির রাজকীয় আড়ম্বর এখনও বজায় আছে, আর কতকগুলো নামহীন পরিচয়হীন হয়ে পড়ছে কালের রূঢ় আঘাতে। সেই সমস্ত সভ্যতার গভীরে সাদৃশ্যমূলক কিছু আচার, বিষয়, প্রাণী এবং চরিত্রকে তুলনামূলক অধ্যয়নের মাধ্যমে একত্রিত করার একটি প্রয়াস করা হল এই বইটিতে। শুধু সদৃশ কাহিনি বা চরিত্রগুলিকে একত্রিত করা নয়, বিশ্বব্যাপী ভিন্নতর সভ্যতাগুলির মধ্যে এই লক্ষণীয় সাদৃশ্যের কারণগুলির সন্ধানও করা হয়েছে সাধ্যমতো। বিশ্বপুরাণে কিছু দেবতা, প্রাণী , চিহ্ন ও বিবিধ বিষয়ের মধ্যেকার সাদৃশ্য সন্ধানের নিরিখে ভারতবর্ষ পেরিয়ে পাড়ি দেওয়া হয়েছে প্রাচীন গ্রিস, রহস্যময় মিশর, গভীর আফ্রিকা, প্রাঞ্জল নর্স ও কেল্টিক, রূপকথার রাশিয়া , রঙিন চিন ও জাপান ছাড়াও আরও অনেক প্রাচীন সভ্যতার কোলে।
যেটা আগে বলছিলাম যে এই বইটি করতে পেরে আমরা ভীষণ খুশি। আশা রাখি তুলনামূলক পুরান সাহিত্যে এই বইটি আগামী দিনে বাংলা ভাষায় একটি প্রামাণ্য গ্রন্থ হিসেবে থেকে যাবে।
Comments