লেখক - মনীষ মুখোপাধ্যায়
সব শীতের শেষে হয়তো বসন্ত আসে না....
সব গল্পের অন্তিম পরিণতি হয়তো ভালো নাও হতে পারে। মনসার কোপে পরে ছারখার হয়ে গেছিল চাঁদ সদাগরের পরিবার। আর এইবার আসছে মমি ওয়াটা।
পৃথিবী জুড়ে রয়েছে সাপ নিয়ে ভয়। এখানে যেমন মনসা তেমনই আফ্রিকায় মামি ওয়াটা! কোনোভাবে তার প্রভাব যদি এই বঙ্গভূমিতে পড়ে। যদি শেষ হয়ে যায় একটা সংসার! বা হয়ত অমাবস্যার সুযোগ নিয়ে কোনো বাপ তার মেয়েকে পিশাচের কাছে অর্পণ করে?
বইটা পড়তে পড়তে নিজের মনেই একটা ভয় আর চাপা অস্বস্তি হচ্ছিল। একদম ভিন্টেজ মনীষ মুখোপাধ্যায়।
Comments